সিদ্ধিরগঞ্জ থেকে চিহ্নিত মাদক কারবারি হেলেনা (৪০) কে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৮ মার্চ) সকালে শিমরাইল মোড়স্থ তার বসত বাড়ি থেকে তাকে গ্রেফতার করা। গ্রেফতারকৃত হেলেনা শিমরাইল এলাকার মৃত দবির উদ্দিনের মেয়ে। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকসহ এই নারীকে হাতেনাতে গ্রেফতার করেছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।