বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে হাজী পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র আকাশ (১৭) কে পিটিয়ে একটি আইফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। এ ব্যাপারে আহত ছাত্রের পিতা বরজাহান মিয়া বাদি হয়ে বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে হামলাকারী বখাটে সন্ত্রাসী শাকিল, বাদশা ও দুলালসহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন। এরআগে বৃহস্পতিবার দুপুরে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আদমপুর এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।
আহতের পরিবার সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আদমপুর এলাকার বরজাহান মিয়ার স্কুল পড়ুয়া ছেলে আকাশ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় স্থানীয় মাঠ খেলাধুলা করে বাড়ি ফিরছিল। ওই সময় ওঁৎ পেতে থাকা জিওধারা এলাকার সালাম মিয়ার ৩ বখাটে ছেলে শাকিল, বাদশা ও দুলালসহ অজ্ঞাতনামা ৩/৪ জন সন্ত্রাসী আকাশের পথরোধ করে হত্যার উদ্দেশ্য বেদমভাবে পিটিয়ে জোরপূর্বক একটি সিএনজিযোগে অপহরণ করে নিয়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ৩ ঘন্টা পর জিওধারার একটি বালুর মাঠ থেকে ওই স্কুল ছাত্রকে অচেতন অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হলে মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ অভিযোগ পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।