Logo
HEL [tta_listen_btn]

বন্দর ২ প্রতারক আটক

বন্দরে সাংবাদিক ও তিতাস কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ জনগণের সাথে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার সময় স্থানীয় জনতা ২ প্রতারককে আটক করে বন্দর ফাঁড়ি পুলিশে সোপর্দ করেছে। এসময় জনতার উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে আরো এক প্রতারক। আটককৃত প্রতারকরা হলো, খানপুর সরদার পাড়া এলাকার রহিম মিয়ার ছেলে সাংবাদিক পরিচয়দানকারী বাদশা মিয়া (৪৫) ও একই এলাকার মিজান মিয়ার ছেলে তিতাসের ভুয়া কর্মকর্তা সজল (২৬)। পলাতক রতন মিয়া শহীদনগর এলাকার বাসিন্দা। শনিবার (৯ মার্চ) বেলা সাড়ে ১২টায় বন্দর থানার ২৩নং ওয়ার্ডের কবিলেরমোড় এলাকা থেকে ওই ২ প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাংবাদিক পরিচয়দানকারী বাদশা মিয়া ও তিতাস কর্মকর্তা পরিচয়দানকারী সজলসহ একটি চক্র দীর্ঘদিন ধরে বন্দরের বিভিন্ন এলাকায় কখনো সাংবাদিক কখনো তিতাসের কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ জনগণের বাসা বাড়িতে প্রবেশ করে বিভিন্ন অজুহাত দেখিয়ে প্রতিনিয়ত হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল ১০টায় প্রতারক চক্রটি নবীগঞ্জ কবিলেরমোড় এলাকায় একটি বসত বাড়িতে প্রবেশ করে অবৈধ গ্যাস সংযোগ কেটে দেয়ার নাম করে টাকা হাতিয়ে নেয়ার সময় স্থানীয় জনতা সাংবাদিক পরিচয়দানকারী বাদশা মিয়া ও তিতাস কর্মকর্তা পরিচয়দানকারী সজলকে আটক করতে সক্ষম হলেও রতন নামে এক প্রতারক কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে জনতা আটককৃতদের বন্দর ফাঁড়ি পুলিশে সোপর্দ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতরা থানা হাজতে আটক রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com