নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ছোটদের খেলাধুলা খুব ভালো লাগে। কোচদের বলবো, আপনার সবোর্চ্চ শিক্ষাদান করুন। প্রয়োজনে মাঠে নিয়ে ওদের শিক্ষামান বৃদ্ধি করেন। আর যারা অভিভাবক রয়েছেন, আপনারা শিশুদের নিয়ে চিন্তা করবেন না। ওরা কারাতে সময় হাত ভাঙ্গবে, পা ভাঙ্গবে ও ব্যাথা পাবে, আপনার ওদিকে তাকাবেন না। একটা বাচ্চাকে শারিরীক ও পরিচর্যা ভাবে গঠন হতে শক্তিশালী হতে মাঝে মধ্যে ব্যাথা পেতে হয়, কষ্ট পেতে হয়। কারাতে যারা যত বেশি কষ্ট সহ্য করতে পারবে, ওই তত শক্তিশালী হতে পারবে। লেখাপড়ার উপর চাপ দিবেন না। মায়েদের নজর রাখতে হবে, আমার বাচ্চা কোথায় কি পছন্দ করে। কিন্তু আমরা সারাদিন পড় পড় বলে বাচ্চাদের বলতে থাকি। শনিবার (৯ মার্চ) আর এন আর গ্লাডিয়েটর ইন্টারন্যাশনাল কারাতে একাডেমির আয়োজনে হেরিটেজ স্কুলের উদ্যোগে আলী আহাম্মদ চুনকা স্মৃতি কারাতে চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মেয়র আইভী বলেন, কলবর স্কুলটি আহাম্মদ আলী চুনকা প্রতিষ্ঠা করেছিলেন মর্গ্যান স্কুলের মর্নিং শিফটে। বর্তমানে মর্গ্যান স্কুলের কার্যকরী পরিষদের সভাপতি আনোয়ার সাহেব আজ থেকে ৬ বছর আগে বের করে দিয়েছিলো। আমরা পৌরপিতাকে সম্মান জানিয়ে এখানে কলরব স্কুলের নতুন বহুতল ভবন নির্মাণ করেছি। এখানে পড়াশুনাসহ এক্সট্রা কারিকুলাম করাবো। কারাতে শিখবে, সাইকেলিং শিখবে, সুইমিং শিখবে, প্রতিদিন অন্তত এক ঘন্টা কিছু না কিছু শিখবে।
তিনি আরও বলেন, মাথা ব্রেন যত খেলাবে নিজেদের মেধা বাড়বে। বন্ধু-বান্ধব ও অভিভাবকদের সাথে কথাবার্তা শেয়ার করবে। আজকে মেয়েরা বেশি খেলাধুলায় এগিয়ে আছে। মায়ের হাত ধরে আমরা আজকে এই পর্যন্ত এসেছি। বাচ্চাদের নিয়ে বাসা থেকে বের হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে বসে থাকে মায়েরা। এসি ছাড়া স্কুলে এখন অনেক অভিভাবক পড়তে দেয় না। কিন্তু আমরা আপনারা এসিতে লেখাপড়া করিনি। যারা এসিতে শিক্ষা গ্রহণ করাচ্ছেন তাদের ভবিষ্যত কিন্তু চিন্তিত।
নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, হেরিটেজ স্কুলের সিইও হাসান খান, অধ্যক্ষ প্রতিক তরফদার প্রমুখ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।