নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমানের নির্দেশকে উপেক্ষা করে জোরপূর্বক বঙ্গবন্ধু সড়কে বসার ঘোষণা দিয়েছে হকাররা। সংসদ সদস্যের সিদ্ধান্ত না মেনে হকারদের এমন আচরণে ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছে নারায়ণগঞ্জবাসী। হকারদের এই ঔদ্ধত্যপূর্ণ আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন স্বয়ং সেলিম ওসমান এমপি নিজে। ক্ষোভ প্রকাশ করে তিনি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের কাছে নিজের অপরাগতার বিষয়টি জানিয়েছেন। তিনি বলেছেন, হকারদের পুনর্বাসনে একটি পরিকল্পনা হাতে নিয়েছি আমরা। কিন্তু তারা সেটি মানেনি। হকাররা এতো সাহস পায় কোথায়? এ বিষয়ে হকাররা কোনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ডিসি-এসপিকে কঠোর হওয়ার আহবান জানিয়েছেন সেলিম ওসমান। একই সাথে মেয়রকেও আইনানুগ ব্যবস্থা নেয়ার আহবান জানান তিনি।
সেলিম ওসমানের প্রতিনিধি হিসেবে কাউন্সিলর কামরুল হাসান মুন্না জানান, প্রেসক্লাবের উদ্যোগে সিটি মেয়র আইভী, সংসদ সদস্য সেলিম ওসমান, শামীম ওসমান, ডিসি-এসপিসহ সকলে বসে যে সিদ্ধান্ত নিয়েছিলো, সেই সিদ্ধান্ত অনুযায়ী তিনি (সেলিম ওসমান) নিজের ব্যক্তিগত অর্থায়নে ৫শ’ হকারকে ১ কোটি ২৫ লাখ টাকা পুঁজি দিয়ে অন্য ব্যবসা করতে বলেছিলো। পাশাপাশি আরও ৯শ’ হকারকে সলিমুল্লাহ সড়কে পুনর্বাসনের সিদ্ধান্ত নিয়েছিলো। হকাররা প্রথমে সেই সিদ্ধান্ত মানলেও পরে তা থেকে সরে এসে বঙ্গবন্ধু সড়কে বসতে চেয়েছে। এতে করে সেলিম ওসমান এমপি সাহেব তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। একই সাথে নগরবাসীর জনজীবনে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহবান জানিয়েছেন তিনি। এ বিষয়ে মেয়র মহোদয়, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে কঠোর হওয়ার আহবান জানিয়েছেন সেলিম ওসমান এমপি।
জানা গেছে, সেলিম ওসমান এমপি নিজের ব্যক্তিগত অর্থায়নে এক কোটি ২৫ লাখ টাকা অনুদান দেয়ার এবং প্রায় ৯শ’ হকারকে সলিমুল্লাহ সড়কে অবস্থিত বিকেএমইএ ভবনের পর থেকে বসার আহবান জানিয়ে সুপরিকল্পিত একটি মডেল দিয়েছেন। যে মডেলটি দেখে মেয়র আইভী, জেলা প্রশাসক ও পুলিশ সুপার সাধুবাদ জানিয়েছেন। প্রথমদিকে হকাররা এই প্রস্তাব মেনে নিলেও শুক্রবার তারা সে অবস্থান থেকে সরে এসে বঙ্গবন্ধু সড়কে বসার ঘোষণা দিয়েছে।
এ ঘটনায় সেলিম ওসমান, মেয়র আইভী ও নারায়ণগঞ্জ প্রেসক্লাব ক্ষোভ প্রকাশ করে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। তারা সকলেই হকারদের অযৌক্তিক দাবির বিষয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে কঠোর হওয়ার আহবান জানান।
এ বিষয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাব গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ৩ ফেব্রুয়ারির সিদ্ধান্তের আলোকে সেলিম ওসমান এমপি একটি সুন্দর ও সুপরিকল্পিত পরিকল্পনা করেছেন। একই সাথে এই সমস্যা সমাধানে হকারদেকে নিজের পকেট থেকে ১ কোটি ২৫ লাখ টাকা অনুদানের ঘোষণা দিয়েছেন। হকাররা এই সিদ্ধান্ত না মানায় তিনি প্রেসক্লাবকে বিষয়টি অবহিত করেছেন। জনগণের প্রতিনিধি হিসেবে তিনি যে পরিকল্পনা প্রণয়ন করেছেন তাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু তার এই সিদ্ধান্ত না মানায় হকারদের আচরণ নিয়ে আমরা ক্ষোভ প্রকাশ করছি। একইসাথে বিশৃঙ্খলকারীদের প্রতি কঠোর হওয়ার আহবান জানায় প্রেসক্লাব।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।