‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো’ এ প্রতিপাদ্য নিয়ে নারায়ণগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। রোববার (১০ মার্চ) সকাল ১০টায় ফতুল্লার ক্যামব্রিয়ার স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্যামব্রিয়ান স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। জেলা ফায়ার সার্ভিসের সদস্যরা এ মহড়ায় অংশ নেয়। মহড়া শেষে স্কুল প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।