Logo
HEL [tta_listen_btn]

ফতুল্লায় গৃহবধূর লাশ উদ্ধার

ফতুল্লায় নিপা আক্তার (৩০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নিপা আক্তার মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানার সাজেদ খানের মেয়ে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী আজিবুর রহমান (২৩) কে গ্রেফতার করেছে। নিহতের স্বামী আজিবুর রহমান পাবনা জেলার ভেড়া থানার পূর্ব শ্রিকন্ঠদিয়ার কালু শেখের পুত্র। সে তার স্ত্রীকে নিয়ে ফতুল্লা থানার মুসলিমনগর মরা খালপাড় এলাকায় ভাড়ায় বসবাস করতো এবং বিসিকের মার্টিন ডাইংয়ে কাজ করে আসছিলো। ঘটনাটি ঘটেছে শনিবার (৯ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে ফতুল্লা মডেল থানার মুসলিমনগর মরা খালপাড় এলাকায়। সংবাদ পেয়ে পুলিশ রোববার (১০ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে ভিক্টোরিয়া হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে। এসময় সেখান থেকে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে গ্রেফতার করে।
নিহতের স্বামী আজিবুর জানায়, চলতি মাসের ১ তারিখে মুসলিমনগর মরা খালপাড় এলাকায় ভাড়া এসে বসবাস করতে শুরু করে এবং বিসিকস্থ মার্টিন ডাইংয়ে কাজ করে আসছিলো। তাদের মধ্যে সম্পর্কের সূত্র ধরে ৬ মাস পূর্বে বিয়ে হয়। নিহত নিপা আক্তারের এটি তৃতীয় বিয়ে। প্রতিদিনের মতো সে শনিবার রাত সাড়ে ৮টার দিকে নিজ কর্মস্থল থেকে বাসায় ফিরে আসে। রাতের খাবার খেয়ে সাড়ে ১০টার দিকে তারা একসাথে ঘুমিয়ে পরে। রাত ৩টার দিকে তার ঘুম ভেঙ্গে গেলে তিনি দেখতে পান ঘরের দরজা খোলা এবং বিছানায় স্ত্রী নেই। তখন সে বাথরুমে খোঁজ করে না পেয়ে ছাদে যায়। তখন সে নিচের দিকে তাকিয়ে দেখতে পায় তার স্ত্রীর দেহ। তখন সে দৌঁড়ে নিচে নেমে ডাকচিৎকার করে আশপাশের লোকজন জড়ো করে তাদের সহোযোগিতায় তার স্ত্রীকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা নিপা আক্তারকে মৃত ঘোষণা করে। তবে কিভাবে এ ঘটনা ঘটেছে এ বিষয়ে তিনি কিছুই বলতে পারছেন না।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আযম মিয়া জানান, সংবাদ পেয়ে রোববার ভোর সাড়ে ৫টার দিকে পুলিশ ভিক্টোরিয়া হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com