গভীর রাতে রাস্তায় অযথায় ঘুরাফেরা করার সময় স্থানীয় জনতা চোর সন্দেহে ৪ যুবকে আটক করে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশে সোপর্দ করেছে। শনিবার (৯ মার্চ) রাতে বন্দর উপজেলার মালিবাগ এলাকা থেকে উল্লেখিতদের আটক করে পুলিশে সোর্পদ করা হয়। আটককৃতরা হলো, সোনারগাঁ থানার বিন্নী বাজার দুলুবেরকান্দী এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে আব্দুল মালেক (৪৮), একই এলাকার মৃত আমজাদ মিয়ার ছেলে রাজিব (৩১), একই থানার কাবিলগঞ্জ এলাকার মৃত আব্দুল রশিদ মিয়ার ছেলে আলমগীর হোসেন ও একই থানার একই এলাকার আব্দুর রশীদ মিয়ার ছেলে বাবু (৪২)। আটককৃতদের রোববার (১০ মার্চ) দুপুরে পুলিশ আইনের ১৫১ ধারায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় চোরের উপদ্রপ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। শনিবার রাতে উল্লেখিতরা যুবকরা বিয়ের সাহায্যের নামে মালিবাগ এলাকায় টাকা তুলতে আসে। ওই সময় স্থানীয় জনতা চোর সন্দেহে তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ আটককৃতদের রোববার দুপুরে ১৫১ ধারায় আদালতে প্রেরণ করে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।