বন্দরে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ রংপুরের মাদক কারবারি জাহিদুল (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১০ মার্চ) ভোর সোয়া ৬টায় বন্দর উপজেলার মদনপুর রাফি ফিলিং স্টেশনের সামনে মাদক উদ্ধারের অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। ইয়াবা উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ-পরিদর্শক সাইফুল আলম পাটোয়ারী বাদি হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। গ্রেফতারকৃত জাহিদুল রংপুর জেলার মিঠসপুকুর থানার পাহাড়পুর এলাকার মৃত বিল্লাল মিয়ার ছেলে। গ্রেফতারকৃত আসামীকে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে রোববার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেনের সার্বিক দিক নির্দেশনায় ও বন্দর থানার ওসি গোলাম মোস্তফার নেতৃত্বে বন্দর থানার এসআই সাইফুল আলম পাটোয়ারী ও অপর উপ-পরিদর্শক শওকত আলীসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মদনপুর রাফি ফিলিং স্টেশনের সামনে মাদক উদ্ধারের অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি জাহিদুলকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।