Logo
HEL [tta_listen_btn]

সদর থানা বিএনপির সাংগঠনিক সভা

সদর থানা বিএনপির আওতাধীন ৮টি ওয়ার্ড ও ২টি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ মার্চ) বিকেলে সদর থানা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় সদর থানা বিএনপির আওতাধীন বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক আলোচনা করার পাশাপাশি নেতাকর্মীদের সার্বিক খোঁজ-খবর নেয়া হয়। এছাড়াও ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে এবং আগামী দিনে দলীয় কর্মসূচি সফল করতে বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয়।
সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
এসময় আরো উপস্থিত ছিলেন, সদর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ সেলিম আহমেদ, সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম সরদার, ১২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদ, সাংগঠনিক সম্পাদক শিপলী সাদিক শিপলু, ১৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী জিয়াউল হাসান নাঈম, সাংগঠনিক সম্পাদক পলাশ প্রধান, প্রচার সম্পাদক লিয়াকত আলী লিটন, গোগনগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মহি উদ্দিন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজী, আলীরটেক ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জুলহাস সরকার, সাধারণ সম্পাদক আনোয়ার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com