নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমানের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যরা। রোববার (১০ মার্চ) ফতুল্লার উইসডমে এমপির সাথে সাক্ষাত করেন তারা। এসময় কমিটির পক্ষ থেকে সেলিম ওসমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
শুভেচ্ছা বিনিময়ের পর নবনির্বাচিত কমিটির সদস্যদের নিয়ে আলোচনায় বসেন এমপি সেলিম ওসমান। সামনে কিভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা যায়, মানুষের সেবা করা যায় সে ব্যাপারে আইনজীবীদের পরামর্শ দেন তিনি। কমিটির সদস্যরা সেই পরামর্শ সাদরে গ্রহণ করেন এবং মানুষের সেবায় কঠোর পরিশ্রম করার প্রতিজ্ঞা নেন।
এসময় কমিটির সভাপতি এড. মুহাম্মদ মোহসীন মিয়া, সিনিয়র সহ-সভাপতি বিদ্যুৎ কুমার সাহা, সহ-সভাপতি মো. কামাল হোসেন, সাধারণ সম্পাদক রবিউল আমিন রনিসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।