পবিত্র মাহে রমজান উপলক্ষে শহরকে যানজটমুক্ত রাখতে এবারও বিশেষ ব্যবস্থা নিচ্ছে জেলা পুলিশ। সোমবার (১১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায় জেলা পুলিশ। শহরের বিভিন্ন পয়েন্টে যানজট নিয়ন্ত্রণ করতে বিশেষ চেকপোস্ট বসাচ্ছে ট্রাফিক পুলিশ। রমজানে ব্যাটারিচালিত ইজিবাইক, মিশুক, অটোরিকশা এবং ভ্যান নিয়ে মূল শহরে প্রবেশ না করতে নির্দেশ দিয়েছে পুলিশ।
যানজট নিয়ন্ত্রণ করতে শহরের ৮ পয়েন্টে চেকপোস্ট স্থাপন করছে পুলিশ। চাঁনমারি ইউটার্ণ (লিং রোড), সরকারি উচ্চ বিদ্যালয় (পঞ্চবটি রোড), মিশনপাড়া ক্রসিং, খানপুর মোড়, ১নং রেলগেট, মন্ডলপাড়া ব্রিজ, রাসেল পার্কের গলি, আলমাস মার্কেটের পাশে (পালপাড়া গলি) চেকপোস্ট বসানো হবে। এছাড়াও গুরুত্বপূর্ণ স্থানে ও বন্দরেও মোতায়েন থাকবে অতিরিক্ত পুলিশ। ব্যাটারিচালিত রিকশা এসকল চেকপোস্ট অতিক্রম করে মূল শহরে প্রবেশ করতে পারবে না বলে জানায় পুলিশ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।