শহরের টানবাজার এলাকায় হাজী সাত্তার টাওয়ারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির আন্ডারগ্রাউন্ডে পার্কিং, জেনারেটর এবং একটি সুতার গোডাউন রয়েছে। এছাড়া ভবনটিতে ঢাকা ব্যাংক, আইডিএফসি, ইসলামী ব্যাংকের মতো মোট ৫টি ব্যাংকের শাখা রয়েছে। সবগুলো ব্যাংকের জেনারেটর আন্ডারগ্রাউন্ড ফ্লোরে ছিল।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক ফখর উদ্দিন আহমেদ বলেন, প্রাথমিকভাবে জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি। বিস্তারিত পরে জানা যাবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।