Logo
HEL [tta_listen_btn]

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে ডাকাতি

আড়াইহাজারের গোপালদী পৌরসভার দাইরাদী এলাকায় এক স্কুল শিক্ষক মাওলানা মো. মোজাম্মেল হকের দোতলা বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ মার্চ) রাতে সংঘটিত ডাকাতির ঘটনায় গৃহকর্তার ছেলে সালাউদ্দীন (৩৫) ডাকাতদের প্রহারে আহত হয়েছেন। এময় ডাকাতদল ৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫৫ হাজার টাকাসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।
আহত সালাউদ্দীন জানান, শুক্রবার রাত অনুমান ২টার দিকে একদল মুখোশ পরিহিত সশস্ত্র ডাকাত তাদের দোতলা ভবনের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ভবনের উভয় তলায় থাকা প্রতিটি কক্ষের বাসিন্দাদের অস্ত্রের মুখে জিম্মি করে ৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫৫ হাজার টাকাসহ অন্যান্য মালামাল লুটে নেয়। এসময় সালাউদ্দীন চিৎকার করার চেষ্টা করলে তাকে পিটিয়ে আহত করে ডাকাতদলের সদস্যরা। পরে আশপাশের লোকজন জেগে উঠতে থাকলে ডাকাতদল চলে যায়।
আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসানউল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার বিষয়ে জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com