আড়াইহাজারে বাজার নিয়ন্ত্রণে যৌথভাবে মাঠে নেমেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ ও আড়াইহাজার থানার ওসি মো. আহসানউল্লাহ। শনিবার (১৬ মার্চ) আড়াইহাজার ও গোপালদী বাজারে এ যৌথ অভিযান পরিচালিত হয়। এসময় বিভিন্ন অপরাধে ৮ দোকানীকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে, যৌথ টিম দেখে আড়াইহাজার ও গোপালদী বাজারের দোকানদাররা দোকানপাট বন্ধ করে পালিয়ে যায়। অভিযানে গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আতাউর রহমান ও এস আই সোহাগ সাহা উপস্থিত ছিলেন।
আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ জানান, শনিবার সকাল ১১টায় আমরা বাজার মনিটরিং শুরু করি। এসময় গোপালদী বাজারে ২ মাংস বিক্রেতা, ৪ জন সবজি বিক্রেতা, একজন তরমুজ বিক্রেতা ও আড়াইহাজার বাজারে একজন তরমুজ বিক্রেতাসহ মোট ৮ জনকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।