সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় জাহিদুল ইসলাম (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) দিবাগত রাত ৩টায় জালকুড়ি যুব উন্নয়নের সামনে সড়ক এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই কিশোর ফতুল্লা থানার নামারবাগ এলাকার মো. সোহাগের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানন, গভীর রাতে হয়তো কোন গাড়ি এসে ধাক্কা দিয়ে চলে গেছে। ছেলেটি বাসের হেলপার ছিলো। পরিবার সুত্রে জানতে পেরেছি প্রায় সময় রাতবিরাতে বাইরে থাকতো সে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ঘটনাটি রাতে ঘটেছিল। তাই ঘাতক গাড়িকে আটক করা সম্ভব হয়নি।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।