বন্দরে ১ কেজি গাঁজাসহ মনির হোসেন (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১৫ মার্চ) রাত সাড়ে ১০টায় বন্দর থানার কুড়িপাড়া এলাকাস্থ জনৈক নূর মোহাম্মদ মিয়ার টিনসেড বাড়ি সামনে পাঁকা রাস্তার উপরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গাঁজা উদ্ধারের ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মো. শহিদুল বাদি হয়ে শনিবার (১৬ মার্চ) দুপুরে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। গ্রেফতারকৃত মনির হোসেন বন্দর উপজেলার কুড়িপাড়া এলাকার মৃত হোসেন আলী মিয়ার ছেলে। গ্রেফতারকৃতকে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মাদক কারবারি মনির হোসেন দীর্ঘদিন ধরে কুড়িপাড়া এলাকাসহ এর আশপাশের এলাকায় অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখকৃত অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।