আড়াইহাজার যাত্রীবাহী বিআরটিসি বাসে থেকে ৬ কেজি গাঁজাসহ মাহাবুব (৪২) কে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (১৬ মার্চ) সকালে মানিকপুর বিশনদী ফেরিঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান প্রসঙ্গে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ইকবাল আহম্মেদ দিপু বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে মানিকপুর বাজারস্থ বিশনন্দী ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করি। এসময় ওই এলাকার মেসার্স হাসু এন্টারপ্রাইজের সামনের রাস্তায় দাঁড়ানো যাত্রীবাহী বিআরটিসি বাসে অভিযান চালিয়ে মো. মাহাবুব নামের একজনকে গ্রেফতার করি। গ্রেফতারকৃত মাহাবুবের নিকট থেকে ৬ কেজি প্রতি গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদি হয়ে মাদক আইনে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেছে।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানউল্লাহ বলেন, এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।