রূপগঞ্জে একটি মাজারে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। শনিবার (১৬ মার্চ) দুপুরে রূপগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় ঢাকাসহ আশপাশের অঞ্চল থেকে ভক্তদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এসে মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, সুপ্রিম কোর্টের সহকারি এ্যাটর্নি জেনারেল সৈয়দা জাহিদা সুলতানা, রাসা সেন্টারের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চিশতি, মাজার কমিটির সদস্য ডা. শরীফ সাকিসহ স্থানীয় ভক্তবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার দাউদপুর ইউনিয়নে কালনি এলাকায় অবস্থিত শাহ সুফি রেজা সারোয়ার রাজাজীর (রহঃ) মাজারে ৭ মার্চ বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়। পরদিন ৮ মার্চ রাতে মাজারের ভেতরে হামলা করে দুর্বৃত্তরা। এসময় মাজার ভাংচুরসহ অগ্নিসংযোগ করে। স্থানীয় ধাওয়া দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এরআগে আরও ২ বার হামলা চালিয়ে দানবাক্স নিয়ে যায় হামলাকারীরা। মাজার ভাংচুরের ঘটনায় থানায় ইতোমধ্যে মামলা হয়েছে। মামলা এক আসামী গ্রেফতার হলেও অন্যরা পলাতক রয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।