২য় দিনের মত বসেছে হলিডে মার্কেট। শহরের যানজট নিয়ন্ত্রণ করতে মূল শহর থেকে হকারদের সরিয়ে চাষাঢ়া নবাব সলিমুল্লাহ সড়কের এক পাশে সপ্তাহের ২ ছুটির দিন বসার অনুমতি দিয়েছে সিটি কর্পোরেশন। নতুন স্থানে বসলেও ইতোমধ্যে জমে উঠতে শুরু করেছে মার্কেটটি। শনিবার (১৬ মার্চ) শহরের নবাব সলিমুল্লাহ সড়কে হলিডে মার্কেট ঘুরে এ দৃশ্য দেখা গেছে।
শনিবার দুপুরের পর থেকেই সড়কে দোকান সাজিয়ে বসতে শুরু করেছেন হকাররা। চাষাঢ়া থেকে শুরু করে শহরের মেট্রোহল এালাকা পর্যন্ত সড়কে কয়েকশ’ অস্থায়ী দোকান নিয়ে বসেছেন হকাররা। এদের বেশিরভাগই পোষাক, জুতা ও আনুষঙ্গিক পণ্যের দোকান। এছাড়াও সড়কের হকার্স মার্কেটে স্থায়ীভাবে বসছেন নির্ধারিত ৬শ’ হকাররা। রমজানের শুরুতেই হকার ইস্যুর সমাধানে পৌঁছাতে পেরে কিছুটা সন্তুষ্ট হকাররা।
হকাররা জানান, রমজান কেবল শুরু। এখনও বেচাকেনা পুরোদমে শুরু হয়নি। তবে নতুন জায়গা হলেও আশা করছি ভাল বেচাকেনা হবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।