স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মহান স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন উপলক্ষে রোববার (১৭ মার্চ) ক্লাব ভবনের ২য় তলায় সভাপতির অফিসে কেক কাটা অনুষ্ঠান সম্পন্ন হয়। আনন্দঘন পরিবেশে কেক কাটা অনুষ্ঠানে ক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব খবির আহমেদ, সিনিয়র সহ-সভাপতি বিপ্লব সাহা (রামু), সহ-সভাপতি এস.এম. রানা, পরিচালনা পর্ষদ সদস্য আলহাজ্ব ইঞ্জি. আমিনুজ্জামান মৃধা, ইফতেখার আহমেদ (পুলক), মো. দুলাল মল্লিক, সেলিম রেজা সিরাজী, মো. সাইফুর রহমান, মো. তাইজুদ্দিন আহমেদ, মঈনুল হাছানসহ বিপুল সংখ্যক ক্লাব সদস্য উপস্থিত ছিলেন। এরআগে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বাদ আসর ক্লাব নামাজ ঘরে কোরআন খতম, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত মিলাদ ও দোয়ায় বিপুল সংখ্যক ক্লাব সদস্য, কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।