জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মদিন উপলক্ষে রোববার (১৭ মার্চ) সকাল ১১টায় শহরের ২নং রেলগেটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ। পরে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন।
আলোচনায় অংশগ্রহণ করেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এড. খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব, জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা, আইন সম্পাদক এড. ওয়াজেদ আলী খোকন, প্রচার সম্পাদক এড. হাবিব আল মুজাহিদ পলু, দপ্তর সম্পাদক এড. বিদ্যুৎ কুমার সাহা, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. প্রফেসর আতিকুজ্জামান সোহেল, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহ জামাল খোকন, মহানগর তাঁতীলীগের আহবায়ক চৌধুরী এইচ এম শাহেদ ফারুক প্রমুখ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।