বন্দরে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে অস্ত্রের মহড়া দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে অরাজকতা সৃষ্টি করার সময় দেশীয় অস্ত্রসহ ৫ যুবকে গ্রেফতার করেছে র্যাব-১১ এর একটি আভিযানিক নারায়নগঞ্জ সদর। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ২টি স্টিলের তৈরি চাকু, ১টি স্টিলের তৈরি নাকোল ডাসা ও ২টি লোহার পাইপ উদ্ধার করতে সক্ষম হয়। রোববার (১৭ মার্চ) দিবাগত রাতে বন্দর থানার ২৭নং ওয়ার্ডের বঙ্গশাসনস্থ সুলতান ওয়েল মিলের সামনের পাঁকা রাস্তার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, বন্দর থানার বঙ্গশাসন এলাকার আনোয়ার হোসেন মিয়ার ছেলে রানা (২৩), হরিপুর এলাকার রোমান মিয়ার ছেলে আশরাফুল হোসেন ওরফে আসিফ (১৮), চাপাতলী এলাকার জাহের মিয়ার বাড়ি ভাড়াটিয়া খলিল মিয়ার ছেলে সোহাগ (১৮), একই এলাকার আমজাদ মিয়ার ছেলে আকাশ (১৮) ও বন্দর থানার হরিপুর এলাকার ইসমাইল হোসেনের ছেলে রাকিব (১৫)। দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনায় র্যাব-১১ এর ডিএডি/বিজেও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ ছালিক আহাম্মেদ বাদি হয়ে সোমবার (১৮ মার্চ) গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্রের মহড়া ও অরাজকতা সৃষ্টির অপরাধে বন্দর থানায় মামলা রুজু করেছেন। গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।