Logo
HEL [tta_listen_btn]

এমপি শামীম ওসমান হাসপাতালে

বুকে ব্যথা জনিত কারণে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। তবে এনজিওগ্রামের পর বর্তমানে সুস্থ আছেন। মঙ্গলবার (১৯ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলে অয়ন ওসমানের একটি ভিডিওতে নিজের সুস্থতার কথা জানিয়েছেন এমপি শামীম ওসমান। সেই ভিডিওতে হাসপাতালের শয্যায় শুয়ে থাকতে দেখা যায় শামীম ওসমানকে। তবে বর্তমানে সুস্থ আছেন বলে বার্তা দেন তিনি নিজেই। জনপ্রিয় এই নেতার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছে তার পরিবার।
শামীম ওসমানের সুস্থ আছেন বলে জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম। তিনি বলেন, মাননীয় সংসদ সদস্যদের এনজিওগ্রাম মহান আল্লাহর রহমতে ও সকলের দোয়ায় ভালো ভাবে সম্পন্ন হয়েছে। শামীম ওসমানের শারীরিক অবস্থা আল্লাহর রহমতে ভালো আছে। সবাই দোয়া করবেন জননেতা আলহাজ্ব শামীম ওসমান ভাই যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের সবাইকে নিয়ে উন্নয়নের কাজ অব্যাহত রাখতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com