রূপগঞ্জে স্ত্রীর পরকীয়া সম্পর্ক রয়েছে এমন সন্দেহে স্ত্রী ফারজানা ইসলাম মিশু (৩২) কে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামী তারিকুল ইসলামের বিরুদ্ধে। রোববার (২৪ মার্চ) সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। পরে লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। নিহত ফারজানা ইসলাম মিশু গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার দক্ষিণ শাহাবাজ এলাকার আব্দুল মান্নানের মেয়ে এবং স্বামী তারিকুল ইসলাম একই উপজেলার মণ্ডলপাড়া এলাকার জাহিদুল ইসলামের ছেলে। তারা মীর কংক্রিট কারখানায় কাজ করতেন ও মাঝিনা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
গ্রেফতারকৃত তারিকুলের বরাত দিয়ে পুলিশ জানায়, তারিকুলের দাবি তার স্ত্রীর পরকীয়ার সম্পর্ক আছে। এজন্য উভয়ের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ হতো। রোববার সকালে এ নিয়ে ফের ঝগড়া শুরু হলে তারিকুল ক্ষুব্ধ হয়ে চাকু নিয়ে তার স্ত্রীর বুকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মিশু মারা যায়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারিকুল হত্যার কথা স্বীকার করেছেন। নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা রূপগঞ্জে আসলে থানায় মামলা গ্রহণ করা হবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।