সিলভার ক্রিসেন্ট হাসপাতাল নামে একটি বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎসায় আনিকা আক্তার নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার (২৪ মার্চ) দুপুরে শহরের চাষাঢ়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ আনিকা ফতুল্লার নয়াবাজার এলাকার রোমান মিয়ার স্ত্রী। এসময় হাসপাতালের ভেতরে বিক্ষোভ ও ভাংচুরের পর ম্যানেজারকে মারধর করে পুলিশের কাছে সোর্পদ করে নিহতের স্বজনরা।
নিহতের স্বজন ও স্বামীর অভিযোগ, শনিবার (২৩ মার্চ) সন্ধ্যায় চিকিৎসক সহকারি অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে টনসিলের অপারেশনের জন্য ক্লিনিকে ভর্তি করানো হয় আনিকাকে। অপারেশন শেষে রোববার ভোরে তার জ্ঞান ফিরলে ব্যাথা ও শ্বাসকষ্ট হলে চিকিৎসক তাকে ইনজেকশন পুশ করার পর তার মৃত্যু হয়। পরে মরদেহ রেখে ডাক্তার ও নার্সসহ হাসপাতালের সবাই পালিয়ে যায়। চিকিৎসকের অবহেলায়ই মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারে দাবি তাদের। এদিকে মৃত্যুর খবর পেয়ে স্বজনরা এসে বিক্ষোভ করে ভাংচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় হাসপাতালের দু’জনকে আটক করা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।