ফতুল্লা এলাকায় জুয়া খেলারত অবস্থায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৪ মার্চ) রাতে কোতালের বাগ খাল সংলগ্ন মাঝির বাড়ির সামনে টিনসেড রুম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, ফতুল্লা থানার কোতালের বাগ এলাকার মনির হোসেন (৪৮), জসিম (৩৫), জুয়েল (২২), ওমর ফারুক (৪৫), শফিকুল ইসলাম (৩৪), সেলিম মিয়া (৩০), তমিজ উদ্দিন (৪৫), শাফিরুল ইসলাম শাকিল (২৪) ও আরিফ হোসেন (৩০)।
ফতুল্লা থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) নূরে আযম বলেন, কোতালের বাগ এলাকায় জুয়া খেলারত অবস্থায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৫ মার্চ) গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।