Logo
HEL [tta_listen_btn]

রূপগঞ্জে ব্যবসায়ীকে হত্যা: ৬ জনের যাবজ্জীবন

রূপগঞ্জে কামাল হোসেন (৩৫) নামের এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দেয়া হয়। দন্ডপ্রাপ্ররা হলো, রূপগঞ্জের গুতিয়ার এলাকার মো. মনরুদ্দিনের ছেলে মো. মাহবুব রহমান (৫৫), খোরশেদ আলমের ছেলে মো. সবুজ মিয়া (৪২) ও মো. শরীফ মিয়া (৩০), মো. জুলহাস ওরফে দোলার ছেলে মো. পারভেজ (৩৬), শহীদুল্লাহর ছেলে মো. আসাদুল্লাহ (৩৩) ও হালিমের ছেলে মো. সাদ্দাম হোসেন (৩৬)। রোববার (২৪ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে ৪ জন উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০১৪ সালের ২৪ জুন রূপগঞ্জ থানায় দায়ের করা মামলায় ৬ জনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। এর মধ্যে আদালতে উপস্থিত ছিলেন ৪ জন এবং ২ জন পলাতক রয়েছে।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এড. মো. আব্দুর রহিম বলেন, কামাল হোসেন জমির ব্যবসা করতেন। জমি বিক্রয়ের শর্তে মাহবুব রহমানের কাছ থেকে ৬০ হাজার টাকা বায়না গ্রহণ করেছিলেন। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে মাহবুব জমির টাকা দিতে না পারায় কামাল হোসেন বায়নার টাকা ফেরত দিবেন বলে আশ্বস্ত করেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। ২০১৪ সালের ২৪ জুন মাহবুবসহ দন্ডপ্রাপ্তরা কামাল হোসেনের বাড়িতে গিয়ে মারধর করে কুপিয়ে হত্যা করে। পরে এ ঘটনায় কামাল হোসেনের মা ছমিরন বেগম থানায় মামলা করেন। আদালত সেই মামলায় ৭ জনের স্বাক্ষ্যগ্রহণের ভিত্তিতে বিচার কার্যক্রম শেষে এ রায় ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com