Logo
HEL [tta_listen_btn]

সোনারগাঁয়ে ফয়সাল হত্যামামলায় যুবকের মৃত্যুদন্ড

সোনারগাঁয়ে ফলসালকে অপহরণের পর হত্যার ঘটনায় অপূর্ব চন্দ্র দাস (২১) নামের এক যুবককে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দিয়েছেন আদালত। সোমবার (২৫ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. আমিনুল হক আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত অপূর্ব চন্দ্র দাস সোনারগাঁ পৌরসভার ঋষিপাড়া এলাকার তপন চন্দ্র দাশের ছেলে। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৩ জনকে খালাস দেয়া হয়েছে।
আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০২২ সালের ৪ ফেব্রুয়ারি সোনারগাঁ থানার দায়ের করা মামলায় একজনকে ফাঁসি এবং ৩ জনকে খালাস দিয়েছেন আদালত।
আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি এড. সালাহ উদ্দিন সুইট বলেন, ২০২২ সালের ২৬ জানুয়ারি সোনারগাঁয়ের জিয়ানগর এলাকার বাসিন্দা আবুল হোসেনের ছেলে মো. ফয়সাল আহম্মেদ (১৭) নিখোঁজ হয়। এ ঘটনায় ওই বছরের ২৮ জানুয়ারি সোনারগাঁ থানায় একটি জিডি হয়। সেই জিডির সূত্র ধরে দু’জনকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, তাদের গ্রেফতার করার পর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে ফয়সালকে বাড়ি থেকে ডেকে এনে হত্যা করে। এ ঘটনায় ফয়সালের মামা মো. মানিক বাদি হয়ে সোনারগাঁ থানায় মামলা করেন। সেই মামলার বিচার কার্যক্রম শেষে ১১ জনের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com