ফতুল্লায় সোনিয়া নামে এক গার্মেন্টসকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ মার্চ) দুপুরে ফতুল্লার পিলকুনী এলাকার সামাদ হাজীর ভাড়াটিয়া বাড়ির একটি রুম থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের ভাই হৃদয় জানান, সোনিয়া (২২) কে হত্যা করা হয়েছে। খবর পেয়ে তাদের বাসায় এসে দেখি জানালার গ্রীলের সাথে সোনিয়ার গলায় দঁড়ি দিয়ে বাঁধা এবং হাত-পা ফ্লোরে ছড়ানো। সে স্থানীয় একটি গার্মেন্টসে কাজ করে। সোনিয়ার স্বামী ডালিম বখাটে কোন কাজ করেনা। টাকা পয়সার জন্য সে সোনিয়াকে হত্যা করেছে।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিক বলেন, খবর পেয়ে ঘরের ফ্লোর থেকে সোনিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় রশি পেচানো দাগ রয়েছে। এছাড়া শরীরের কোন স্থানে আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য লাশ শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।