বন্দরে ১শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইমরান (২৮) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৫ মার্চ) রাতে বন্দর থানার ফরাজিকান্দাস্থ নিউ আল্লাহর দান নামক খাবারের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। ইয়াবা উদ্ধারের ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আতিকুর রহমান ভূঁইয়া বাদি হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। গ্রেফতারকৃত ইমরান বন্দর থানার ২০নং ওয়ার্ডের সোনাকান্দা বড় মসজিদ এলাকার শরাফত উল্ল্যাহ মিয়ার ছেলে। গ্রেফতারকৃতকে মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত কারবারি ইমরান দীর্ঘদিন ধরে বন্দর ২০নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১শ’ ইয়াবা ট্যাবলেটসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।