নারায়ণগঞ্জে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এরসাথে ঈদের ২য় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। বুধবার (৩ এপ্রিল) জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. জামাল হোসাইন এ তথ্য জানান।
মো. জামাল হোসাইন বলেন, নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে দু’টি জামাত অনুষ্ঠিত হবে। একটি সকাল ৮টায় এবং অন্যটি সকাল ৯টায়। ঈদের নামাজ পড়াবেন ও খুতবা করবেন নারায়ণগঞ্জ পুরান কোর্ট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মো. হাসানুজ্জামান ও নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. শাহজাহান মিয়া।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।