নারায়ণগঞ্জে ঈদকে কেন্দ্র করে বিক্রি বেড়েছে নতুন টাকার। ব্যাংকে নতুন টাকা না পেয়ে অনেকেই এ নতুন টাকার ক্রেতা হয়েছেন। রোববার (৭ এপ্রিল) সরেজমিনে শহরের কালিরবাজার ফলপট্টি এলাকায় এ চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, নতুন টাকার কাঁচের দোকান নিয়ে বসে আছেন কয়েকজন অস্থায়ী দোকানী। সেখানে ক্রেতারা ভিড় করছেন নতুন টাকা কিনতে। ঈদে বাচ্চাদের সালামী হিসেবে নতুন টাকা দিয়ে থাকেন বড়রা। নতুন টাকা আনতে এবার ব্যাংকে গেলেও নতুন টাকা নেই বলে গ্রাহকদের ফিরিয়ে দেয়া হয়েছে। ফলে অনেকেই বাধ্য হয়ে এখান থেকে নতুন টাকা কিনে নিচ্ছেন অতিরিক্ত মূল্য দিয়ে।
বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২ টাকার বান্ডেল ৩৫০ টাকা, ৫ টাকার বান্ডেল ৬৫০ টাকা, ১০ টাকার বান্ডেল ১ হাজার ২৫০ টাকা ও ২০ টাকার বান্ডেল ২২৫০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে মূলত এ টাকাগুলোর চাহিদা সবচেয়ে বেশি। ২ টাকার বান্ডেলে ২০০ টাকা থাকলেও অতিরিক্ত দিতে হচ্ছে ১৫০ টাকা, ৫ টাকার বান্ডেলেও অতিরিক্ত দিতে হচ্ছে ১৫০ টাকা, ১০ টাকার বান্ডেলে দিতে হচ্ছে অতিরিক্ত ২৫০ টাকা, ২০ টাকার বান্ডেলেও ২৫০ টাকা অতিরিক্ত গুণতে হচ্ছে।
বিক্রেতা মান্নান জানান, ২, ৫, ১০ ও ২০ টাকার বান্ডেলের চাহিদা বেশি। সাধারণ সময়ের চেয়ে এখন ৫০, ১০০ টাকা বেশি নিচ্ছি। ঈদের বাজারে আমাদেরকেও বেশী টাকা দিয়েই এ টাকা জোগাড় করতে হয়েছে।
১০ টাকার দু’টি নতুন বান্ডেল কেনা চাকরিজীবী রহমান বলেন, আমি বুধবার ও বৃহস্পতিবার দু’দিন ব্যাংকে ঘুরেছি নতুন টাকা দেয়নি আমাকে। বলে শেষ পরে আসবে। আজ এখান থেকে দু’টি নতুন টাকার বান্ডেল নিলাম। ঈদতো বাচ্চাদের খুশি, তাদেরকে নতুন টাকা দিলে তারা খুশি হয়। তাদের খুশি দেখে আমাদের খুশি লাগে। তাদের জন্যই মূলত কেনা। তবে একটু বেশি দাম নিচ্ছে তা সত্যি।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।