বন্দরে মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ বিভিন্ন ওয়ারেন্টে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৭ এপ্রিল) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো, বন্দর উপজেলার কাজীপাড়া এলাকার নান্নু মিয়ার ছেলে বন্দর থানার রজুকৃত ৫(৩)৯ নং মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী কামাল (৩০), কলাগাছিয়া ইউনিয়নের সাবদী বাজার এলাকার হেলাল উদ্দিন মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মহসিন (৪০), বন্দর আমিরাবাদ এলাকার মন্টু মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মামুন (৩০), বন্দর হরিপুর এলাকার মাদবরের বাড়ি এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী রুবেল (৩৫), সোনাকান্দা বেপারীপাড়া এলাকার মৃত মনির হোসেন মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী রোহান (২২) ও জাঙ্গাল এলাকার জাকির হোসেনের স্ত্রী সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী বিউটি বেগম (৫০)। গ্রেফতারকৃতদের সোমবার (৮ এপ্রিল) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।