উৎসব মুখর পরিবেশে বন্দর উপজেলা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইস্তাফিজুল হক আখন্দ এ প্রতীক বরাদ্দ দেন। চেয়ারম্যান পদে বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ দোয়াত কলম, বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল চিংড়ি মাছ, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মাকসুদ হোসেন আনারস ও তার ছেলে মাহমুদুল হাসান হেলিকপ্টার প্রতীক বরাদ্দ পান।
ভাইস চেয়ারম্যান পদে সানাউল্লাহ সানু উড়োজাহাজ, মো. আলমগীর হোসেন মাইক, মো. মোশাঈদ রহমান তালা ও শহিদুল ইসলাম জুয়েল টিউবওয়েল প্রতীক বরাদ্দ পান। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ছালিমা হোসেন শান্তা ফুটবল ও মাহমুদা আক্তার কলস প্রতীক পেয়েছেন। প্রতীক বরাদ্দ পেয়েই প্রার্থীরা প্রচার-প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।