সোনারগাঁয়ে ৩শ’ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়। সোমবার (২২ এপ্রিল) মোগড়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ এর সিপিসি-১ কোম্পানী কমান্ডার মেজর অনাবিল ইমাম। গ্রেফতারকৃতরা হলো, নরসিংদীর মাধবদী থানার আলগী মনোহরপুর গ্রামের মৃত ঋশিকেশ দাসের ছেলে ত্রিদ্বীপ কুমার দাস ওরুফে মনি লাল (৪০) ও একই এলাকার মৃত মোখলেছুর রহমানের ছেলে মো. সাইফুর রহমান লিটু (৩৮)।
র্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তাদেরকে জিজ্ঞাসাবাদে মাদক চোরাচালানের সাথে সম্পৃক্তদের বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। জড়িত অন্যান্য মাদক কারবারিদের আইনের আওতায় আনার জন্য কার্যক্রম অব্যহত থাকবে। তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।