বন্দরে সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামীসহ বিভিন্ন ওয়ারেন্টে ১২ জনেক গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ এপ্রিল) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, বন্দর থানার জিওধরা এলাকার মৃত টুকু মিয়ার ছেলে জিআর মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আল আমিন (৩৮), মদনপুর এলাকার জয়নাল আবেদীন মিয়ার ছেলে সাজাপ্রাপ্ত আসামী রবিউল হাসান রবি (৩২), সেলসারদী এলাকার হরিন্দ্র চন্দ্র দাসের ছেলে সিআর মামলার ওয়ারেন্টভক্ত আসামী শ্রী নিল চন্দ্র দাস (৩০), জিওধরা এলাকার আব্দুল মান্নান মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সুজন (৩৫), বন্দর বারপাড়া এলাকার আফজাল মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী নাছির হোসেন (৩৪), পুরান বন্দর এলাকার মতি মিয়ার মেয়ে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মাকসুদা বেগম (৪২), শুভকরদী এলাকার মোহাম্মদ হোসেন মিয়ার মেয়ে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আমিনা বেগম (৬৮), পুরান বন্দর এলাকার আব্দুর রউফ মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী রহমত উল্ল্যাহ (৪৫), সাবদী এলাকার আব্দুর রহমান মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী শাহ জালাল (৫০), আলীনগর এলাকার নওশের আলী ছেলে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী শফিউদ্দিন (৫৫), চুনাভূরা এলাকার দুলু মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ফারুক (২৮) ও বালিগাও এলাকার আদম আলী মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আহাদ আলী (৫২)। গ্রেফতারকৃতদের বুধবার (২৪ এপ্রিল) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।