বন্দরে মামার বাড়িতে বেড়াতে এসে আরাফাত (১২) নামে এক মাদ্রাসা ছাত্র ২ দিন ধরে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মামা মহিউদ্দিন সিদ্দিকী বাদি হয়ে বুধবার (২৪ এপ্রিল) দুপুরে বন্দর থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করেছেন। নিখোঁজ আরাফাত ময়মনসিংহ জেলার গফরগাও থানার বালিকার মোড় এলাকার আসলাম মিয়ার ছেলে। এরআগে সোমবার (২২ এপ্রিল) সকাল ১০টায় বন্দর থানার উইলসন রোড এলাকা থেকে বেড়ানোর কথা বলে বাসা থেকে বের হয়ে ওই মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়।
মামা মহিউদ্দিন সিদ্দিকী জানান, আমার ভাগিনা আরাফাত রোববার (২১ এপ্রিল) আমাদের বাড়িতে বেড়াতে আসে। পরে সোমবার সকাল ১০টায় বেড়ানোর কথা বলে বাসা থেকে বের হয়ে ২ দিনেও বাড়িতে ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করে আমার ভাগিনার কোন হদিস না পেয়ে এ ব্যাপারে আমি থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করি। পুলিশ নিখোঁজ জিডি পেয়ে মাদ্রাসা ছাত্রকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।