বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাকসুদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এনে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা নির্বাচন অফিস ও বন্দর উপজেলা নির্বাচন অফিস। নোটিশে চেয়ারম্যান প্রার্থীকে ১২ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়। মঙ্গলবার (৩০ এপ্রিল) জেলা নির্বাচন অফিসার কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ স্বাক্ষরিত এক চিঠিতে এই কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আপনি মো. মাকসুদ হোসেন নির্বাচনী প্রতীক আনারস। আপনার নির্বাচনী এলাকায় প্রচারকার্যে ১শ’ টি মাইক্রোবাস/হাইস/প্রাইভেটকার/জিপ গাড়ি দিয়ে মিছিল শোডাউন উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধিমালা ২০১৬ এর বিধি ১৩ এর উপবিধি (ক) এর পরিপন্থী এবং সুস্পষ্ট লঙ্ঘন। এমতাবস্থায়, উক্ত বিধিমালার বিধি ১৩ এর উপবিধি (ক) ভঙ্গের দায়ে কেন আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না তা ১২ ঘন্টার মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য বলা হলো। অন্যথায় আপনার বিরুদ্ধে উপজেলা পরিষদ (নিবাচনি আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধি ১৩ ভঙ্গের দায়ে ব্যবস্থা গ্রহণসহ নির্বাচন কমিশন সচিবালয়ে প্রার্থীতা বাতিলের জন্য পত্র প্রেরণ করা হবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।