Logo
HEL [tta_listen_btn]

আড়াইহাজারে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

আড়াইহাজার উপজেলার পৃথক ২টি স্থানে পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে ২ শিশু। বৃহস্পতিবার (২ মে) দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী ও হাইজাদী ইউনিয়নের বড়ইকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো, রামচন্দ্রদী গ্রামের রহমত উল্লাহর ছেলে জোনায়েদ (৮) ও বড়ইকান্দি গ্রামের নাসির মিয়ার ছেলে নাজমুল ইসলাম (১১)।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মায়ের সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় জুনায়েদ। কিছু সময় পর জুনায়েদের মা তার ছেলেকে দেখতে না পেয়ে পুকুরে খোঁজাখুঁজি শুরু করে এবং পার্শ্ববর্তী লোকজনকে অবগত করে। পরবর্তীতে বাড়ির অন্য লোকজনের সহযোগিতায় পুকুরের গভীর থেকে জুনায়েদকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, একই দিন দুপুর সোয়া ১২টা সময় চাচাতো ভাইদের সঙ্গে বাড়ি থেকে ৩শ’ গজ দূরে একটি পুকুরে গোসল করতে যায় শিশু নাজমুল ইসলাম। পুকুরে গোসল করার সময় চাচাতো ভাইরা নাজমুল ইসলামকে পানিতে নামার পর উঠতে না দেখে সবাই বাড়িতে এসে নাজমুলের ডুবে যাওয়ার বিষয়টি জানায়। পরবর্তীতে বাড়ির লোকজন ছুটে গিয়ে খোঁজাখুঁজির পর পুকুরের গভীর থেকে তুলে আনে তাকে। পরে নাজমুলকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, ২টি ঘটনাতেই অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com