বন্দরে সিআর মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ বিভিন্ন ওয়ারেন্টে ৪ পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১লা মে) রাতে বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, বন্দর উপজেলার তিনগাও এলাকার মৃত জালাল উদ্দিন মিয়ার ছেলে সিআর মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী আমির হোসেন (৭০), কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদী এলকার সেলিম মিয়ার ছেলে রাকিব (৩৫), একই ইউনিয়নের দিঘলদী এলাকার মৃত আব্দুল কাদের মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আনোয়ার (৪৭) ও সেলসারদী এলাকার আমিনুল মিয়ার ছেলে পৃথক জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী রোমান (২০)। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার (২ মে) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।