কাচঁপুরে ট্রাকের চাপায় সাইফুল ইসলাম নামের এক রিকশাচালক নিহত হয়েছে। বুধবার (১ মে) সকাল সাড়ে ৮টার দিকে কাঁচপুরের কলাপট্টি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সাইফুলের গ্রামের বাড়ি রূপগঞ্জ থানার বরপা এলাকায়।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হক লাইভ বলেন, কাঁচপুরের কলাপট্টি এলাকায় বুধবার সকাল সাড়ে ৮টায় শাহ সিমেন্টের একটি মিক্সার ট্রাক ওই রিকশাকে দ্রুতগতিতে ধাক্কা দেয়। এতে রিকশা থেকে ছিঁটকে পড়ে গুরুতর আহত হন সাইফুল। এ ঘটনায় আমরা তথ্য পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত রিকশাচালককে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে থানার একটি মামলা হয়েছে। আমরা ইতোমধ্যে ওই ট্রাকসহ চালককে আটক করেছি।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।