আড়াইহাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোলনাহার (২৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। শুক্রবার (৩ মে) রাতে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত গোলনাহার একই গ্রামের মৃত রহিম মিয়ার মেয়ে এবং রিপন মিয়ার স্ত্রী। নিহত গৃহবধু ২ সন্তানের জননী। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালদী ফাঁড়ির ইনসপেক্টর (আইসিটি) আতাউর রহমান।
তিনি জানান, শুক্রবার রাত ৯টার দিকে আড়াইহাজার উপজেলার রামচন্দ্রদী পূর্বপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় মুরগি রান্না নিয়ে গৃহবধূর সাথে ঝগড়া বাধে তার স্বামী ও দেবর আরিফের সঙ্গে। এসময় গৃহবধূ গোলনাহারকে তারা মারধর করলে সে আহত হয়। পরে স্বজনরা গোলনাহারকে উদ্ধার করে আড়াইহাজার হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। কাউকে এখনো গ্রেফতার করা হয়নি। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।