ফতুল্লায় কলেজ ছাত্রী (১৭) কে ধর্ষণের মামলায় অভিযুক্ত আসামী তামিম আহম্মেদ (২০) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ মে) দিবাগত রাতে বন্দর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তামিম আহম্মেদ কুমিল্লা জেলার তিতাস থানার জগতপুরের খালেক সরকারের ছেলে। এরআগে, মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী ঐ কলেজ ছাত্রী বাদি হয়ে তামিমকে আসামী করে ফতুল্লা মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করে।
মামলায় উল্লেখ করা হয়, ভুক্তভোগী কলেজ ছাত্রী তার পরিবারের সাথে ফতুল্লার ভূঁইগড়ে ভাড়া বাসায় বসবাস করে নারায়ণগঞ্জের একটি কলেজে একাদশ শ্রেণীতে পড়ালেখা করে আসছিলো। অভিযুক্ত আসামী একই এলাকায় ভাড়ায় বসবাস করে আসছিলো। কলেজে যাতায়াতের পথে অভিযুক্ত আসামী প্রায় সময় বাদিকে প্রেমের প্রস্তাব দিতো। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বাদিকে নিয়ে প্রায় সময় বিভিন্ন স্থানে বেড়াতে গিয়ে বিয়ে করার কথা বলে শারীরিক সম্পর্কে লিপ্ত হতো। বিয়ে করার কথা বললে শুধু সময় কালক্ষেপন করতো। সর্বশেষ ২৭ এপ্রিল বাদির পরিবারের লোকজন বাসায় না থাকায় দুপুর ২টার দিকে অভিযুক্ত আসামী বাদির বাসায় যায়। কথা বলার একপর্যায়ে বাদির ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে বাদি বিয়ের কথা বললে অভিযুক্ত আসামী বিয়ে করবে না বলে জানিয়ে দেয়।
এ বিষয়ে ফতুল্লা থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) নূরে আযম জানান, কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলায় আসামী তামিমকে মঙ্গলবার দিবাগত রাতে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৫ মে) দুপুরের দিকে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।