আড়াইহাজারে ৯টি চোরাই মোবাইলসহ আল-আমিন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৫ মে) রাত ১১টার দিকে কল্যাণদী বাজার এলাকা থেকে ৯টি চোরাই মোবাইলসহ আল-আমিনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আল-আমিন উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মৃত গেলমানের ছেলে।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন যাবত আল-আমিন মোবাইল চোরদের সাথে আঁতাত করে মোবাইল ক্রয়-বিক্রয় করে আসছিল।
আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসান উল্লাহ জানান, আল-আমিনকে মামলা দিয়ে বৃহস্পতিবার (১৬ মে) নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।