বন্দরের নবীগঞ্জ শাখার সোনালী ব্যাংকের টাকা গুনার মেশিনটি ৪ মাস ধরে অকেজো হয়ে পড়ে আছে। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন টাকা লেনদেন করতে আসা কয়েক হাজার গ্রাহক। দীর্ঘ দিনেও মেশিনটি মেরামত না করায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
সোনালী ব্যাংক নবীগঞ্জ শাখার ক্যাশিয়ার জানান, এ শাখার মানি কাউন্টিং মেশিনটি ৪ মাস ধরে বিকল। হাতে গুণে টাকা দিতে হচ্ছে গ্রাহকদের। এতে সময় বেশি লাগছে।
গ্রাহক তাছলিমা জানান, হাতে টাকা গুণে দেয়ার ফলে ভিড় লেগে যায়। এতে সময়ের অপচয় হচ্ছে। সামনে পবিত্র ঈদুল আজহা। কয়েকদিন পর লেনদেন আরও বেড়ে যাবে। মেশিন ঠিক না হলে তখন বিড়ম্বনা বেড়ে যাবে বলে তিনি আশংকা ব্যক্ত করেন।
এ ব্যাপারে সোনালী ব্যাংক নবীগঞ্জ শাখার ম্যানেজার সুফিয়া বেগম জানান, ৪ মাস ধরে মেশিনটি নষ্ট। নতুন একটি মেশিনের জন্য আবেদন করা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।