বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩ মশক নিধন কর্মীকে বেদম মারধর করে নগদ টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৬ মে) বেলা ১১টায় বন্দর রূপালী আবাসিক এলাকার মুক্তিযোদ্ধা গল্লী এলাকায় এ ঘটনাটি ঘটে। আহতরা হলো, জাহাঙ্গীর (৪৮) সুমন (৩৫) ও শুক্কুর আলী (৬২)। স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেছ। এ ব্যাপারে আহত মশক নিধন কর্মী জাহাঙ্গীর বাদি হয়ে ঘটনার বৃহস্পতিবার দুপুরে হামলাকারী হারুন মিয়াকে আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বন্দর থানার সালেহনগর এলাকার মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলে জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডে মশক নিধন কর্মী হিসেবে অত্র ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় মশক নিধনের কাজ করে আসছে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ১০টায় মশক নিধন কর্মী জাহাঙ্গীর ও তার ২ সহযোগী সুমন এবং শুক্কুর আলী পেশাগত কাজে বন্দর রূপালী আবাসিক এলাকার মুক্তিযোদ্ধা গল্লী এসে হারুন মিয়ার নিকট বাড়ির ঠিকানা জানতে চাইলে ওই বখাটে ও বদমেজাজী হারুন মিয়া উল্লেখিত ৩ মশক নিধন কর্মীকে বেদমভাবে মারধর করে ২টি মশক নিধনের মেশিন ভেঙ্গে ফেলে ২০ হাজার টাকা ক্ষতি সাধনসহ ২টি মোবাইল সেট ও নগদ ২ হাজার ৫শ’ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করলে বন্দর ফাঁড়ি পুলিশ অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আসলে হামলাকারী হারুন মিয়া পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।