Logo
HEL [tta_listen_btn]

রূপগঞ্জে কিশোরগ্যাংয়ের দু’গ্রুপে সংঘর্ষ

রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) উপজেলার তারাব বাজার এলাকায় দু’পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটে। সংঘর্ষের সময় পথচারীসহ উভয়পক্ষের অন্তত ১০ থেকে ১৫ জন আহত হয়েছে। এসময় বিভিন্ন ব্যবসায়ীর দোকানপাট ও বসতবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৭-৮ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। ঘটনাস্থল থেকে হৃদয় খাঁন (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ মে) রাত ১০টায় উপজেলার তারাব বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, তারাব পৌরসভার ৮নং ওয়ার্ডের তারাব বাজার এলাকাটি একটি শিল্প ও জনবহুল এলাকা। এখানে বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত একাধিক কিশোর গ্যাং গ্রুপ জড়িত। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বৃহস্পতিবার বিকেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেয়। পরবর্তীতে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করতে ৭-৮ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) দীপক চন্দ্র সাহা বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এসময় তাদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছোঁড়া হয়। ঘটনাস্থল থেকে হৃদয় খাঁন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। কারা এ ঘটনার সাথে জড়িত তদন্ত করে তা বের করা হবে। এছাড়া কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে জেলা ডিবিসহ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com