সপ্তাহের ব্যবধানে বাজারগুলোতে পেঁয়াজ ও সোনালি মুরগির দাম বেড়েছে। তবে গত সপ্তাহের মতো কাঁচামরিচ ২শ’ ৪০ টাকা দরেই বিক্রি হচ্ছে। বাজারগুলোতে চলতি সপ্তাহে সবজির দাম আগের তুলনায় কিছুটা কমেছে। শুক্রবার (৩১ মে) শহরের দ্বিগুবাবুর বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি মোটা চালের দাম ৪৮ থেকে ৫০ টাকা, বি আর-আটাশ ৫৫ থেকে ৫৮ টাকা, পাইজাম ৫৮ থেকে ৬০ টাকা, মাঝারি মানের চিকন চালের কেজি ৭৫ টাকা, আর ভালো মানের চিকন চালের কেজি ৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া আগের দামেই বিক্রি হচ্ছে ডাল। দেশী ও আমদানী করা মসুর ডাল ১শ’ ৫০ টাকা, আমদানী করা মোটা ডালের কেজি ১শ’ ২০ টাকা, ছোলার ডাল ১শ’ ৩০ টাকা, অ্যাংকর ডালের কেজি ৯০ টাকা। বাজারে আদা ২শ’ ৪০ থেকে ২শ’ ৬০ টাকা এবং রসুন ২শ’ ২০ থেকে ২শ’ ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বাজারে দেশী পেঁয়াজ কেজিতে ১০ টাকা বেড়ে ৮০ টাকা ও আলু ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারগুলোতে গত সপ্তাহের মতোই কাঁচামরিচ ২শ’ ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। শুক্রবার ব্রয়লার মুরগি ২শ’ ১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহেও একই দরে বিক্রি হয়েছে। বাজারগুলোতে সোনালি মুরগি কেজিতে ৩০ টাকা বেড়ে ৩শ’ ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। সোনালি হাইব্রিড ২০ টাকা বেড়ে ৩শ’ ৫০ টাকা, দেশি মুরগি ৬শ’ ৮০ থেকে ৭শ’ টাকা কেজি, লেয়ার মুরগি ৩শ’ ৪০ টাকা এবং সাদা লেয়ার ৩শ’ ২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
সপ্তাহের ব্যবধানে এসব বাজারে সব ধরনের সবজির দাম কিছুটা কমেছে। বাজারগুলোতে গ্রীষ্মকালীন সবজি কচুরমুখী ১শ’ টাকা, বেগুন ৫০ থেকে ৬০ টাকা, করলা ৬০ টাকা, পটল ৫০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, বরবটি ৮০ টাকায়, শসা ৬০ টাকা, প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, পেঁপে প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে ধুন্দুল ৫০ থেকে ৬০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, কচুর লতি ৮০ টাকা, ঝিঙা ৭০ টাকা, সাজনা ১শ’ ৬০ টাকা এবং কাঁচা আম প্রকারভেদে ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজারগুলোতে প্রতি কেজি মুলা বিক্রি হচ্ছে ৫০ টাকা, ফুলকপি ৪০ থেকে ৫০ টাকা পিস, বাধা কপি ৪০ থেকে ৫০ টাকা পিস, ব্রুকলি ৪০ টাকা পিস, পাকা টমেটো প্রকারভেদে ৭০ থেকে ৮০ টাকা এবং গাজর ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। এসব বাজারে লেবুর হালি ১০ থেকে ৪০ টাকা, ধনে পাতা কেজি ৩শ’ থেকে ৩শ’ ৫০ টাকা, কলার হালি ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্চে। এছাড়া লাল শাক ১৫ টাকা আঁটি, লাউ শাক ৪০ টাকা, মূলা শাক ১৫ টাকা, পালং শাক ১৫ থেকে ২০ টাকা, কলমি শাক ১০ টাকা আঁটি দরে বিক্রি করতে দেখা গেছে।
বাজারগুলোতে এক ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১শ’ ৫০ টাকায়, হাঁসের ডিম ২শ’ টাকায়, দেশী মুরগির ডিমের হালি ৮৫ টাকায় বিক্রি করতে দেখা গেছে।
বাজারে গরুর মাংস কেজি প্রতি ৬শ’ ৫০ থেকে ৭শ’ ৮০ টাকা, গরুর কলিজা ৭শ’ ৮০ টাকা, গরুর মাথার মাংস ৪শ’ ৫০ টাকা, গরুর বট ৩শ’ ৫০ থেকে ৪শ’ টাকা এবং খাসির মাংস কেজি প্রতি ১ হাজার থেকে ১১শ’ টাকায় বিক্রি হচ্ছে।
উৎপাদন বাড়ায় চলতি সপ্তাহে ইলিশ মাছের দাম কিছুটা কমেছে। বাজারগুলোতে ৫শ’ গ্রাম ওজনের ইলিশ মাছ কেজি প্রতি বিক্রি হচ্ছে ৮শ’ থেকে ৯শ’ টাকায় এবং ৭শ’ থেকে ৮শ’ গ্রামের ইলিশ মাছ ১৪শ’ টাকায় বিক্রি হচ্ছে। যেটা গত সপ্তাহেও ১৬শ’ থেকে ১৮শ’ টাকা দরে বিক্রি হয়েছে। এক কেজি চাষের শিং মাছ আকারভেদে বিক্রি হচ্ছে ৪শ’ থেকে ৬শ’ টাকা, প্রতি কেজি রুই মাছের দাম বেড়ে আকারভেদে ৪শ’ থেকে ৬শ’ টাকা, মাগুর মাছ ৯শ’ থেকে ১২শ’ টাকা, মৃগেল ৩শ’ থেকে ৪শ’ ৫০ টাকা, চাষের পাঙাস ২শ’ ১০ থেকে ২শ’ ৩০ টাকা, চিংড়ি প্রতি কেজি ৮শ’ থেকে ১৪শ’ টাকা, বোয়াল মাছ প্রতি কেজি ৫শ’ থেকে ৯শ’ টাকা, কাতল ৪শ’ থেকে ৬শ’ টাকা, পোয়া মাছ ৪শ’ থেকে ৬শ’ টাকা, পাবদা মাছ ৪শ’ থেকে ৫শ’ টাকা, তেলাপিয়া ২শ’ ২০ টাকা, কৈ মাছ ২শ’ ২০ থেকে ২শ’ ৪০ টাকা, মলা ৫শ’ টাকা, বাতাসি টেংরা ১৪শ’ টাকা, টেংরা মাছ ৬শ’ থেকে ৮শ’ টাকা, কাচকি মাছ ৬শ’ টাকা, পাঁচমিশালি মাছ ২শ’ ২০ টাকা, রুপচাঁদা ১২শ’ টাকা, বাইম মাছ ১২শ’ থেকে ১৫শ’ টাকা, দেশী কৈ ১২শ’ টাকা, মেনি মাছ ৭শ’ টাকা, শোল মাছ ৬শ’ থেকে ১ হাজার টাকা, আইড় মাছ ৭শ’ থেকে ১ হাজার টাকা, বেলে মাছ ৭শ’ টাকা এবং কাইককা মাছ ৬শ’ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।