আড়াইহাজারে এক শিশু (১২) কে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার (২৫ জুন) শিশুটির পিতা বাদি হয়ে প্রতিবেশী ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন। তথ্যটি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আহসান উল্লাহ। অভিযুক্ত যুবকের নাম সাব্বির (২০)। সে আড়াইহাজার উপজেলার গোপালদী ইসলামপুর এলাকার লিটন মিয়ার ছেলে।
মামলা সূত্রে জানা যায়, বুধবার (১৯ জুন) ভুক্তভোগী শিশুর দাদা হৃদরোগে আক্রান্ত হলে তাকে পরিবারের সবাই দ্রুত ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। যাবার সময় ভুক্তভোগী শিশু ও ৯ বছরের ছোট ছেলেকে বাসায় রেখে যান। বৃহস্পতিবার (২০ জুন) রাত ১টায় অভিযুক্ত সাব্বির শিশুটির বাড়ির সামনে এসে ডাকাডাকি করলে ভুক্তভোগী শিশু এসে দরজা খুললে তাকে সাব্বিরের ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে এ ঘটনা কাউকে না বলতে ভয়ভীতি প্রদর্শন করে। ঘটনার আগেও মাদ্রাসায় যাতায়াতের সময় সে ভুক্তভোগীকে উত্যক্ত করতো। এদিকে অসুস্থ দাদার মৃত্যুতে সবাই শোকাহত হয়ে পড়লে পরবর্তীতে এ ঘটনা সবাইকে জানায় ভুক্তভোগী।
আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আহসান উল্লাহ জানান, এ ঘটনায় আমরা মামলা গ্রহণ করেছি। শিশুকে উদ্ধার করে আমরা মেডিকেল করানোর জন্য হাসপাতালে প্রেরণ করেছি। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।